ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত সমন্বিত ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২ থেকে ১টা পর্যন্ত চারটি পরীক্ষা কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ইবিসহ দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ সমন্বিত ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
ইবিতে ‘এ’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ৪ হাজার ৩৪৭ জন। তবে পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক।
এসময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভার:) এইচ.এম.আলী হাসানসহ পরিদর্শন টিমের সদস্যরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।