ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতে যোগদানের সময় মুসল্লিদের শুধুমাত্র জায়নামাজ ও ছাতা নিয়ে আসতে বলেছেন।
রবিবার ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহে জামাতের জন্য চার স্তরের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে ডিএমপি প্রধান বলেন, ঈদের প্রধান জামাতে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই।
আরও পড়ুন: ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে
তিনি আরও বলেন, এ বছর ঢাকা জুড়ে ছোট-বড় মসজিদ, ঈদগাহে এক হাজার ৪৬৮টি ঈদ জামাতে নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি।
ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহে ঈদের জামাত শুরুর আগে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পুরো এলাকা ঝাড়ু দেবে এবং সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রাখা হবে।
চেকিংয়ের মধ্য দিয়ে যেতে সময় লাগবে বলে ডিএমপি কমিশনার নির্ধারিত সময়ের আগে মুসল্লিদের ঈদগাহে জামাতে আসার অনুরোধ জানান।
প্রতিকূল আবহাওয়ায় ও বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাতে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: ঈদে বায়তুল মোকাররমে ৫ জামাত