প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতরের দিন সকাল ৭টা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করেছে।
প্রথম ঈদের জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১০টা পর্যন্ত প্রতি ঘণ্টায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে। শেষটা হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।
ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে রবিবার সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
ইসলামিক ফাউন্ডেশন শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শাওয়ালের চাঁদ দেখার তথ্য পর্যালোচনার জন্য মাগরিবের নামাজের পর ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ঈদ: বাড়ছে রেমিটেন্স প্রবাহ