পবিত্র ঈদুল আযহা নির্বিঘ্নে উদযাপন করতে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শনিবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মো. কামরুল হাসান জানান, ঈদের দিন রাজধানীতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি বলেন, ‘যদিও আমাদের কাছে ঈদ উপলক্ষে সম্ভাব্য কোনো সন্ত্রাসী হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই, তবুও আমরা কোনো ছাড় নিচ্ছি না।’
র্যাব কর্মকর্তা বলেন, ‘আমাদের লোকজন শনিবার জাতীয় ঈদগাহ ময়দানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও পরিদর্শন করেছে। আমরা গোয়েন্দা নেটওয়ার্কের ওপরও নির্ভর করছি।’
তিনি আরও বলেন, রাজধানীর ঈদগাহসহ গুরুত্বপূর্ণ স্থানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং এলিট ফোর্সের ডগ স্কোয়াডকেও কাজে লাগানো হবে।
এদিকে র্যাব কন্ট্রোল রুম, স্ট্রাইকিং ফোর্স এবং ফুট ও মোবাইল টহল ইউনিট হাই অ্যালার্টে রয়েছে।
এই র্যাব কর্মকর্তা বলেন, ‘সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হবে এবং আমরা নজরদারি রাখতে সিসিটিভি ক্যামেরার ব্যববহার করব।’
তিনি আরও বলেন, শোলাকিয়া ঈদগাহসহ বিভিন্ন ঈদগাহে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং আমাদের এয়ার উইংও দায়িত্ব পালনে সক্রিয় থাকবে।
সকল মহানগরী ও জেলা-উপজেলাযর প্রবেশপথে বিশেষ চেকপোস্ট বসানো হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: পহেলা বৈশাখ উদযাপনকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে র্যাব সতর্ক অবস্থানে আছে: ডিজি