পহেলা বৈশাখকে সামনে রেখে সারাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন এই এলিট ফোর্সের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
র্যাব প্রধান বলেন,‘আমরা জঙ্গি হামলার হুমকি নির্মূল করার ব্যবস্থা নিয়েছি। যদিও তেমন কোনো আশঙ্কা নেই। বিগত বছরের মতো এবারও পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।’
বুধবার উৎসবের কেন্দ্রস্থল রমনা ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত র্যাব বাহিনী সেখানে থাকবে।
তিনি বলেন, উৎসবকে সামনে রেখে সারাদেশে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে র্যাব।
তিনি বলেন, রমনা বটমূল ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র সরোবর, শিল্পকলা একাডেমি, বিআইসিসি ভবন, নজরুল একাডেমি, উত্তরা মাঠসহ যেসব স্থানে পহেলা বৈশাখের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পহেলা বৈশাখ পালনে পুলিশের ১১ নির্দেশনা
টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা বটমূলে চেকপোস্ট বসানো হয়েছে এবং নিরাপত্তার কারণে পর্যবেক্ষণ পোস্টও বসানো হয়েছে।
এর পাশাপাশি র্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিষ্কার করা হবে।
যেকোনো নাশকতা মোকাবিলা বা যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র্যাবের একটি কমান্ডো দল প্রস্তুত রাখা হবে বলে জানান তিনি।
পরিস্থিতি পর্যবেক্ষণে র্যাবের এয়ার উইং টিম হেলিকপ্টারে টহল দেবে।
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে গুজব ছড়ানো ঠেকাতে র্যাব সাইবার মনিটরিংয়ের ব্যবস্থাও নেবে বলে জানান তিনি।
আরও পড়ুন: পহেলা বৈশাখের অনুষ্ঠান দুপুর ২টার মধ্যে শেষ করতে হবে: ডিএমপি কমিশনার