ঢাকাসহ সারাদেশের ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং দু-একটি ঘটনা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
রবিবার(৭ জানুয়ারি) পুরান ঢাকার কবি নজরুল ইসলাম সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাদেশে ভোটকেন্দ্র ও নির্বাচনি এলাকায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে।
ভোট দানকে জনগণের নাগরিক দায়িত্ব আখ্যায়িত করে তিনি বলেন, ভোটাররা উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে তাদের অধিকার প্রয়োগ করেছেন।
ভোট গ্রহণকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আইজিপি বলেন, নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাকে তিন ভাগে ভাগ করা হয়েছে।
তিনি বলেন, নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও নির্বাচনের পরে সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। পুলিশ যেকোনো নাশকতা বা সহিংস পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা নিয়ে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা সম্পর্কে জানতে চাইলে আইজিপি বলেন, তারা কেন্দ্রগুলোকে দুটি ভাগে ভাগ করেছেন- গুরুত্বপূর্ণ ও সাধারণ এবং কিছু গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রসহ সর্বত্র পরিবেশ স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: নির্বাচনী নাশকতাকারীদের তথ্য দিলে লক্ষ টাকা পুরস্কার: আইজিপি
রাতে নৌকায় ব্যালট বাক্স সিল ভর্তি করার বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগের বিষয়ে পুলিশ প্রধান বলেন, 'আজ সকালে ব্যালট পেপারগুলো ভোটকেন্দ্রে গেছে। এটা আপনাদের (সাংবাদিকদের) সামনে। ব্যালট কখন ভোটকেন্দ্রে গিয়েছিল তা আপনারা বলতে পারেন। এই অভিযোগ কতটা সত্য তা আপনারাই বিচার করতে পারেন। যে কেউ এই অভিযোগকে ভিত্তিহীন বলবে।’
কবি নজরুল কেন্দ্রে বহিরাগতদের (ভুয়া ভোটার) উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি ভুয়া ভোটারদের পুলিশের কাছে হস্তান্তরের পরামর্শ দেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি।
এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার (প্রশাসন) একেএম হাফিজ আক্তার, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মো. জাহাঙ্গীর আলম, ডিএমপির উপকমিশনার মো. আসাদুজ্জামান এবং মেট্রোপলিটন ডিবি প্রধান হারুন-অর-রশীদ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নির্বাচনবিরোধী প্রচেষ্টা নস্যাৎ করার সামর্থ্য রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর: আইজিপি