দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু বেড়েই চলেছে। প্রতিদিনই নতুন নতুন রেকর্ড ভাঙছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু হয়েছে, এর আগে রবিবার (৪ জুলাই) দেশে ১৫৩ জনের প্রাণহানি হয়েছিল। এনিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২২৯ জনে।
আরও পড়ুনঃ খুলনায় করোনায় আরও ১৭ মৃত্যু
এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসে একদিনে সর্বোচ্চ ৯ হাজার ৯৬৪ জন আক্রান্ত হয়েছেন। এর আগে ৩০ জুন ৮ হাজার ৮২২ আক্রান্ত হয়েছিল। এনিয়ে মোট শনাক্ত ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনে দাঁড়িয়েছে। শনাক্তের হার ২৯.৩০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ২টি। মৃতদের মধ্যে ১০৯ জন পুরুষ এবং ৫৫ জন নারী।
আরও পড়ুনঃ নাটোরে করোনার নতুন শনাক্ত ১৮৩
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ১৮৫ জন। মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন। সুস্থতার হার ৮৭.৮৭ শতাংশ। মৃত্যুর হার ১.৫৯ শতাংশ।
কঠোর লকডাউনের মেয়াদ বাড়ল আরও ৭ দিন
দেশের বর্তমান করোনা পরিস্থিতির অবনতি অব্যাহত থাকায় চলমান লকডাউনের মেয়াদ আরও সাত দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বর্তমান লকডাউনের মেয়াদ আগামী ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত বর্ধিত করার বিষয়টি জানানো হয়।
আরও পড়ুনঃ রামেকের করোনা ইউনিটে আরও ১৮ মৃত্যু
দেশে করোনাভাইরাস জনিত কোভিড-১৯ এর সংক্রমণ হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও বেড়ে গেছে।
এর আগে দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ এবং মানুষের জীবন বাঁচানোর লক্ষ্যে আগামী গত বৃহস্পতিবার (১ জুলাই) থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করে সরকার।