একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার ব্যক্তি হলেন-নওগাঁর মো. নজরুল ইসলাম (৬৯)।
র্যাব সদরদপ্তরের মিডিয়া উইংয়ের এএসপি ইমরান খান জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে নজরুলকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: চলন্ত বাসে তরুণীকে ধর্ষণচেষ্টা: বাসচালকসহ গ্রেপ্তার ২
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নজরুলের সঙ্গে রেজাউল করিম ও শহীদ মণ্ডলকে মৃত্যুদণ্ড দেয়।
তিন আসামিকে ১৯৭১ সালে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতন ও অপহরণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তাদের মধ্যে নজরুলের অনুপস্থিতিতে বিচার করা হয় বলে জানান এই কর্মকর্তা।
নজরুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
আরও পড়ুন: গুরুদাসপুরে ভ্যান চালক হত্যার অভিযোগে ভাড়াটে খুনিসহ গ্রেপ্তার ৩