স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন রবিবার বিকেল চারটায় শুরু হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বরের চতুর্দশ অধিবেশনের ৫৯ দিন পর আজকের অধিবেশন বসেছে।ওই অধিবেশনটি করোনা মহামারির কারণে মাত্র সাতটি বৈঠকের পরেই স্থগিত করা হয়েছিল।
অধিবেশনের শুরুতে স্পিকার এবারের সংসদের পঞ্চদশ অধিবেশনের জন্য পাঁচ সদস্যের প্যানেল অব চেয়ারম্যান মনোনীত করেন।
প্যানেল সদস্যরা হলেন শামসুল হক টুকু (পাবনা-১), এবি তাজুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া-৬), নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২), কাজী ফিরোজ রশিদ (ঢাকা-৬) ও বাসন্তী চাকমা (মহিলা আসন-৯)।
তারা স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে কালানুক্রমিকভাবে হাউজের কার্যক্রম পরিচালনা করবে।
গত ১৭ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদ অনুযায়ী তাঁর ওপর প্রদত্ত ক্ষমতাবলে বর্তমান সংসদের পঞ্চদশ অধিবেশন আহ্বান করেন।
সংবিধান অনুসারে, একটি অধিবেশন শেষ হওয়া এবং পরবর্তী অধিবেশনে সংসদের প্রথম অধিবেশনের মধ্যে ৬০ দিনের বেশি সময় নেয়া যাবে না।
আরও পড়ুন: একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু ১৪ নভেম্বর