পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিভিন্ন অজুহাতে বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশে হস্তান্তর না করে আশ্রয় দেওয়ায় যুক্তরাষ্ট্র ও কানাডার সমালোচনা করেছেন।
মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, ‘যা ওই দেশগুলোর জন্য লজ্জার, যদিও আমাদের জন্য দুর্ভাগ্যজনক।’
মোমেন বলেন যে তারা মানবাধিকার ইস্যুতে তারা সোচ্চার, তাদের কথার সঙ্গে কাজের মিল নেই।
তিনি বলেন, খুনিরা সেসব দেশে অবাধে ঘুরে বেড়াচ্ছে, যা 'খুবই দুঃখজনক' এবং 'হতাশাজনক'।
পররাষ্ট্রমন্ত্রী আগস্ট মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও তাদের পরিবারের অন্যান্য সদস্যদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ অনুষ্ঠান শেষে এ কথা বলেন।
ড. মোমেন বলেন, কানাডা নূর চৌধুরীকে ফেরত দেয়নি, কারণ যেসব দেশে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেসব দেশে তাদের কাউকে হস্তান্তর করা হয় না।
কানাডা এমনকি তার নাগরিকত্বের বিষয় নিশ্চিত করেনি উল্লেখ করে তিনি বলেন, ‘ফিরে আসার পরে, তার (রাষ্ট্রপতির কাছে) প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ রয়েছে।’
খুনি রাশেদ চৌধুরী প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র সরকার কখনো বলেনি যে তারা তাকে ফেরত পাঠাবে না। আমরা বিচার প্রক্রিয়ার বিবরণ পাঠিয়েছি।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর পলাতক খুনিদের শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আত্মস্বীকৃত খুনিদের যেন কোন দেশ আশ্রয় না দেয় সে জন্য জাতিসংঘে প্রস্তাব তোলা হবে: পররাষ্ট্রমন্ত্রী