এবার রাজধানীর মহাখালীতে সিটি করপোরেশনের ‘ময়লার গাড়ি’র ধাক্কায় এক নারী পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ২টায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহতের নাম শিখা রানী।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, প্রত্যক্ষদর্শীরা জানায় রাত ২টায় মহাখালী ফ্লাইওভারের কাছে রাস্তা ঝাড়ু দেয়ার সময় শিখাকে একটি ময়লার গাড়ি ধাক্কা দেয়।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত গাড়িটিকে শনাক্ত করা সম্ভব হয়নি।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: এবার ময়লাবাহী ট্রাকচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর
প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর রাজধানীর টিকাটুলিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়।
এর আগে ২৪ নভেম্বর গুলিস্তানের গোলচত্বরের কাছে ১৭ বছর বয়সী নটরডেম কলেজের এক শিক্ষার্থী ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারায়।
এর পরদিন রাজধানীর পান্থপথ এলাকায় ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়।
আরও পড়ুন: এবার ডিএনসিসি’র ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর