ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশটি আগামী সেপ্টেম্বরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক্সপ্রেসওয়ের কাওলা থেকে তেজগাঁও অংশ পরিদর্শনকালে এসব কথা বলেন।
তিনি বলেন, প্রকল্পটির নির্মাণকাজ তিনটি পর্যায়ে বিভক্ত এবং বর্তমানে সার্বিক অগ্রগতি ৬৩ দশমিক ২০ শতাংশে দাঁড়িয়েছে।
কাদের বলেন, ফার্মগেট সেকশন চালু হলে রাজধানীর যানজট অনেকটাই কমবে।
তিনি আরও বলেন, বর্তমানে শহরের চারপাশে আউটার সার্কুলার রোড নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, পদ্মা সেতু এবং চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে আওয়ামী লীগ সরকার নেতৃত্ব দিয়েছে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাওলা থেকে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত এক্সপ্রেসওয়ের ২০ কিলোমিটার অংশ সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে নির্মিত হচ্ছে।
প্রকল্পটির মোট বাজেট ৮ হাজার ৯৪০ কোটি টাকা, যার মধ্যে বাংলাদেশ সরকারের অবদান ২ হাজার ৪১৩ কোটি টাকা।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের বাংলাদেশ সফর নিয়ে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল নির্বাচন সংক্রান্ত বিষয়ে নয়, রোহিঙ্গাদের পরিস্থিতি মূল্যায়ন করতে আসছে।
আরও পড়ুন: এলিভেটেড এক্সপ্রেসওয়ে: আধুনিক চট্টগ্রামের স্বপ্নযাত্রায় পথ চলা শুরু