করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কওমি মাদরাসা শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরস্ত জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদরাসায় এই টিকা কার্যক্রম শুরু হয়।
কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।
কওমি শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি পরিদর্শন শেষে ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, সরকার সফলতার সাথে টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শেষ ধাপে সারাদেশে বাদ পড়া সকলকে খুঁজে বের করে টিকাদান কার্যক্রম চলছে।
ডা. শামসুল হক বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে কওমি মাদরাসার শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনতে আজ মাদরাসায় টিকা কার্যক্রম শুরু হলো। এটা শুধু ঢাকা নয়, সারা দেশের সকল কওমি মাদরাসায় টিকা দেয়া হবে।
তিনি বলেন, ধীরে ধীরে এর প্রসার বাড়ানো হবে। এজন্য সারা দেশের কওমি মাদরাসার প্রধান শিক্ষকদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে।
আরও পড়ুন: কওমি মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন: শিক্ষামন্ত্রী