বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কক্সবাজারের টেকনাফ উপজেলায় শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় সাত কোটি টাকা সমমূল্যের মাদকদ্রব্য জব্দ করার দাবি করেছে।
জব্দকৃত মাদকের মধ্যে রেয়েছে এক কেজি আইস (ক্রিস্টাল মেথ) ও ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট।
টেকনাফ ব্যাটালিয়ন-২ এর কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মাদ ইফতেখার বলেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে রাত পৌনে চারটার দিকে নোয়াপাড়া মোচোনি বাজার এলাকায় মিয়ানমার থেকে আসা দুই ব্যক্তিকে অনুসরণ করে বিজিবির একটি দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি চোরাচালান করা মাদকদ্রব্য ফেলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সেখানে বিজিবির সদস্যরা একটি ব্যাগে থাকা মাদকদ্রব্যগুলো পান। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
আরও পড়ুন: জুন মাসে ১৩২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির