আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এক সপ্তাহের কঠোর লকডাউনের মধ্যেও তৈরি পোশাক শিল্প কারখানা চলবে বলে জানিয়েছেন এই খাতের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
শনিবার রাতে লকডাউন চলাকালে কারখানা খোলা রাখার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক শিল্পখাতসমূহ উক্ত লকডাউনের আওতাবহির্ভূত থাকবে। এছাড়া শিল্পখাত সংশ্লিষ্ট সকল ব্যাংক, পোর্ট, কাস্টমস কার্যক্রমসমূহও লকডাউনের আওতাবহির্ভূত থাকবে বলেও জানান ফারুক হাসান।
আরও পড়ুন: সোমবার থেকে সীমিত, বৃহস্পতিবার থেকে ‘কঠোর লকডাউন’
বিজিএমইএ সভাপতি সংশ্লিষ্ট সকলকে সকলকে সরকারের এই সিদ্ধান্তকে গ্রহণ করে সহযোগিতা এবং সর্বাত্মকভাবে কঠোর লকডাউন বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানান।
বিজিএমইএ সভাপতি বলেন, ‘এক্ষেত্রে সকলকে অবশ্যই বিজিএমইএ কতৃর্ক প্রদত্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করে কলকারখানা চালাতে হবে।’
আরও পড়ুন: লকডাউন: দলে দলে রাজধানী ছাড়ছে মানুষ