নীলফামারীতে করোনাভাইরাসের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির সময় বুধবার রাতে এক ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নুরুজ্জামান সদরের চাপড়া সরমজামীবানিয়াপাড়ার আব্দুল মজিদের ছেলে।
পুলিশ জানায়, ওই গ্রামের মৃত সুলতান আলীর স্ত্রী আসাতন বেগম (৫০) তার পানের দোকান খুলে ব্যবসা করে আসছে। বুধবার রাতে নুরুজ্জামান সাংবাদিকের পরিচয় দিয়ে তার বাড়িতে গিয়ে করোনাভাইরাস সংক্রান্ত ভয়ভীতি প্রদান করে পাঁচ হাজার টাকা দাবি করে। এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করে সদর থানায় খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কোনো পত্রিকার সাংবাদিক নয় এবং সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।