করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১৮ জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যু ২০ হাজার ২৫৫ জনে পৌঁছেছে।এনিয়ে দেশে মোট মৃত্যু ২০ হাজার ৬৮৫ জনে পৌঁছেছে। এছাড়া একই সময়ে আরও ৯ হাজার ৩৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০. ২৪ শতাংশ। এনিয়ে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জনে দাঁড়িয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়েছে।
এ পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৬৬ শতাংশ। ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৭ জনসহ মোট সুস্থ হয়েছে ১০ লাখ ৭৮ হাজার ২১২ জন। সুস্থতার হার ৮৬.২৯ শতাংশ।
আরও পড়ুন: কঠোর লকডাউন বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬৭ জন, খুলনা বিভাগে ২৭ জন, চট্টগ্রামে ৫৫ জন, রংপুরে ১৬ জন, বরিশালে ১০ জন, সিলেটে ৯ জন, রাজশাহীতে ২২ জন এবং ময়মনসিংহে ১২ জন মারা গেছেন।
দু’একদিনের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু
জাপানের কাছ থেকে টিকা প্রাপ্তির ফলে দ্বিতীয় ডোজের চিন্তা দূর হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী দু’একদিনের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরু হবে।
তিনি বলেন, ‘এই টিকার গুরুত্ব অনেক বেশি। কারণ আমাদের দেশে ১৫-১৬ লাখ লোক অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকার অপেক্ষায় আছেন। আমরা কাল-পরশু থেকেই এই টিকা দ্বিতীয় ডোজ তাদের দেয়া শুরু করবো।’
শনিবার বিকাল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান গ্রহণ শেষে মন্ত্রী এসব কথা বলেন।
পড়ুন: দেশে পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৮ লাখ টিকা
পাটুরিয়াঘাট দিয়ে ঢাকায় ছুটছে মানুষ
জাহিদ মালেক বলেন, আমরা আজকে ৭ লাখ ৮০ হাজার ডোজ টিকা পেয়েছি। কিছুদিন আগে দুই লাখের বেশি পেয়েছি। সব মিলিয়ে ১০ লাখের বেশি পেয়েছি জাপান সরকারের কাছ থেকে। আগস্ট মাসের মধ্যই আরও ৬ লাখের বেশি টিকা আসবে। তখন সব মিলিয়ে প্রায় ৩০ লাখে বেশি পাবো আমরা।
এর আগে বিকাল ৩টা ১৫ মিনিটে টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে জাপান সরকারের উপহারের ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় পৌঁছেছে। বিমানবন্দরে টিকা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন।
কঠোর লকডাউন বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
আগামী ৫ আগস্টের পর লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কিনা তা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, ‘৫ আগস্টের পর লকডাউন নিয়ে কি সিদ্ধান্ত আসবে এ বিষয়ে এখনো প্রধানমন্ত্রীর কাছে থেকে নির্দশনা পাইনি। লকডাউন নিয়ে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিব আমরা।’
শনিবার (৩১ জুলাই) ইউএনবিকে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হয়ত ৩ অথবা ৪ আগস্টে নির্দশনা দিতে পারেন। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত জানালে, আমরা আগামী ৩ আগস্ট সিদ্ধান্ত জানানোর চেষ্টা করবো, ওইদিন না পারলে ৪ আগস্ট জানিয়ে দিব।
তিনি বলেন, আপাতত রপ্তানিমুখী শিল্প কলকারখানা খুলে দিচ্ছি সেটাও সীমিত পরিসরে।