অর্থমন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল দেশে করোনা মহামারির কারণে নতুন করে ২.৫ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাবার বিষয়টি নাকচ করেছেন।
তিনি বলেছেন, ‘দেশের দুই থেকে আড়াই কোটি জনগণ দারিদ্র্য সীমার নিচে চলে গেছেন, এমন দাবি আমি বিশ্বাস করি না। আমাকে খতিয়ে দেখতে হবে কীভাবে কিছু গবেষণা সংস্থা এমন তথ্য পেয়েছে।’
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: আর্থিক খাতে দুর্নীতির ব্যাপারে সরকারের জিরো টলারেন্স: অর্থমন্ত্রী
এসময় অর্থমন্ত্রী জানান, সরকারের নিজস্ব গবেষণা প্রতিষ্ঠান রয়েছে এবং তারা কাজ করছে। সরকারি গবেষণা সংস্থার তথ্য ছাড়া অন্য কোনও তথ্য গ্রহণযোগ্য হবে না বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন অর্থনীতিবিদদের বাজেট নিয়ে সমালোচনার জবাবে বলেন, এই বাজেটে সবকিছুই অন্তর্ভুক্ত করা হয়েছে। বাজেট বাস্তবায়নের পর থেকেই এর ফলাফল মানুষ বুঝতে পারবে।
আরও পড়ুন: বাজেটে জীবন, জীবিকার সুরক্ষায় সুনির্দিষ্ট রূপরেখা নেই: সিপিডি
মন্ত্রী এই বাজেটকে দরিদ্র মানুষে উপযোগী বাজটে হিসেবে উল্লেখ করেন।
এর আগে দু’টি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান দাবি করে, করোনার প্রভাবে দেশের ২ কোটি ৪৫ লাখ মানুষ দরিদ্র হয়েছে।