বাংলাদেশি একটি ওষুধ কোম্পানি মডার্নার কোভিড-১৯ ভ্যাকসিন আমদানির জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছে।
স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম সোমবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান।
আরও পড়ুন: মে মাসের প্রথম সপ্তাহে ২১ লাখ টিকা আসছে
কোম্পানির নাম প্রকাশ না করে ডা. বাশার বলেন, কোম্পানিটি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি আবেদন জমা দিয়েছে।
আরও পড়ুন: বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহে ২ সপ্তাহ সময় লাগবে: পররাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, এই ভ্যাকসিন সংরক্ষণের জন্য কোম্পানির সক্ষমতা যাচাই করতে আবেদন ও প্রাসঙ্গিক কাগজপত্র ওষুধ প্রশাসন অধিদপ্তরে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাশিয়ার টিকা 'স্পুটনিক ভি’ ব্যবহারের অনুমোদন দিল বাংলাদেশ
তিনি আরও বলেন, ‘মডার্নার ভ্যাকসিন খুব কম তাপমাত্রায় সংরক্ষণ করা দরকার যা কেবল ঢাকাতেই সম্ভব। ঢাকার বাইরে এটি সংরক্ষণ করার সক্ষমতা আমাদের নেই।’