পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার সুযোগ দেয়া উচিত নয়, দোষ সবারই আছে; বিশেষ করে গণমাধ্যমের।
বাংলাদেশি গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘দোষ সবারই আছে। আমরা তাদের সুযোগ দিয়েছি। তাদের এমন সুযোগ দেয়া আমাদের উচিত নয়।’
মঙ্গলবার সকালে সিলেট জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে জেলা সাহিত্য মেলায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে সম্মত পররাষ্ট্রমন্ত্রী ও স্কটিশমন্ত্রী
মোমেন বলেন, বাংলাদেশের সঙ্গে তাদের দেশের সম্পর্ক উন্নয়নের জন্য কূটনীতিকরা একটি নির্দিষ্ট সময়ের জন্য আসেন; তারা এখানে নেতিবাচক মন্তব্য করতে আসেন না।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু কূটনীতিক তাকে বলেছেন যে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলতে চান না, তবে কিছু কিছু সাংবাদিক তাদের প্রশ্ন করে উত্তর দিতে বাধ্য করেন।
তিনি আরও বলেন, ‘অন্যান্য দেশে গণমাধ্যম অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের প্রশ্ন করে না।’
গণমাধ্যমের কথা উল্লেখ করে মোমেন বলেন, ‘আপনার পরিবারের সদস্য নয় এমন লোকেরা আপনার পারিবারিক বিষয় সম্পর্কে জানেন না। কিন্তু আপনারা বিদেশিদের কাছে আপনার ঘরের বিষয় নিয়ে প্রশ্ন করছেন। এটাও লজ্জার বিষয়।
এর আগে সোমবার, পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের কূটনৈতিক নিয়ম অনুসরণ করার জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, তাদের (কূটনৈতিকদের) এটি মনে রাখা উচিত বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ এবং কূটনীতিকদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে জড়িত থাকার এই সংস্কৃতি আজ হোক না কাল পরিবর্তন হবে।
মোমেন বলেন, এখানে অবস্থানরত কূটনীতিকরা আচরণবিধি জানেন এবং বাংলাদেশ আশা করে তারা তা অনুসরণ করবে।
তিনি আরও বলেন, ‘আমরা আর কলোনি নই, তাদের (কিছু কূটনীতিকদের) এটা মনে রাখা উচিত।’
ঢাকার একটি আদালতের প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ছিনতাইয়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, এটি দুর্ভাগ্যজনক’ কিন্তু এটি একটি ‘দুর্ঘটনা’ এবং এই ধরনের ‘দুর্ঘটনা অন্যান্য দেশেও ঘটে’।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকার বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ