কিশোরগঞ্জের মিঠামইন হাওরে নৌকায় বসে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যাওয়া যুব ইউনিয়ন নেতা অন্তর চক্রবর্তীর ভাসমান লাশ ৪৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৩ আগষ্ট) সকল ৯টায় মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসের দক্ষিণ হাওরে লাশটি উদ্ধার করে ফয়ার সার্ভিসের ডুবরি দল।
ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, গত শুক্রবার অন্তর পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে ঢাকা থেকে নিকলী হাওরে আসেন। বিকালে ট্রলার নিয়ে মিঠামইন হাওরে ঘুরতে যান। একসময় নৌকায় বসে গোসল করতে গিয়ে পানিতে পড়ে তলিয়ে গিয়ে নিখোঁজ হন যুব ইউনিয়ন নেতা অন্তর চক্রবর্তী।
ওই দিন বিকালে ও শনিবার কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধারে অভিযান পরিচালানা করেন। লাশ না পেয়ে রবিবার সকালে আবারো লাশ উদ্ধারে হাওরে নামেন ফায়ার সার্ভিসের ডুবরি দল।
আরও পড়ুন: পেকুয়ায় পানিতে ভেসে যাওয়া নিখোঁজ ৩ শিশুর লাশ উদ্ধার
পরে, আজ সকাল ৯টার দিকে হাওরে নিহত অন্তর চক্রবর্তীর ভাসমান লাশ উদ্ধার করে মিঠামইন থানায় হস্তান্তর করে ফায়ার সার্ভিস।
নিহত অন্তর চক্রবর্তী ঝালকাঠির জেলার সদর উপজেলার কাঠপট্টি গ্রামে উত্তম চক্রবর্তীর ছেলে। তিনি, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা উত্তরের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী বলেন, রবিবার সকালে ডুবুরি দলের অভিযান শুরু করার পর ৯টার দিকে ভাসমান লাশ উদ্ধার করা হয়।