কিশোরগঞ্জে আগুনে পুড়িয়ে দুজনকে হত্যার অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, নাজমুল হাসান পাপন ও জেলার চার সাংসদসহ ৮৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
জেলার চার সংসদ সদস্যের মধ্যে রয়েছেন- রেজওয়ান আহাম্মদ তৌফিক, আফজাল হোসেন, সোহরাব উদ্দিন ও নূর মোহাম্মদ।
শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন বিএনপি কর্মী মতিউর রহমান।
আরও পড়ুন: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৫ জনের বিরুদ্ধে ৩ হত্যা মামলা
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপির একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের পুরান থানা থেকে গৌরাঙ্গ বাজার হয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় হামলার ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা নিয়ে মিছিলে অংশগ্রহণকারীদের উপর হামলা চালায়।
হামলায় প্রাণ বাঁচাতে বিএনপির নেতাকর্মীরা নিকটবর্তী খরমপট্রি এলাকায় জেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসভবনে আশ্রয় নেন। সেটা দেখতে পেয়ে আওয়ামী লীগের কর্মীরা তাদের আবদ্ধ করে আগুন লাগিয়ে দিলে জুলকার হোসেন (৩৮) ও অঞ্জনা (২৮) নামে দুই বিএনপি কর্মীর মৃত্যু হয়।
থানায় এজাহার দাখিলের সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে শেখ হাসিনা ও শামীম ওসমানের নামে হত্যা মামলা
তিন হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনাসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা