তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ আরও বেশি ভোটে জিতবে বলে প্রত্যাশা করেছিলেন।
তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম আরও বেশি ভোটে জিতবো। আমাদের ধারণা ছিল ছয় হাজারের বেশি ভোটের ব্যবধান থাকবে।’
বৃহস্পতিবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) ম্যাগাজিন ‘বিএসআরএফ বার্তা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
বুধবার কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে মেয়র পদে মনিরুল হক সাক্কুর জয়ের ধারা পাল্টে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত বেসরকারিভাবে নির্বাচিত হন।
দুইবারের মেয়র সাক্কুকে মাত্র ৩৪৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন রিফাত।
আরও পড়ুন: কুমিল্লা সিটি নির্বাচন: আওয়ামী লীগের রিফাত মেয়র নির্বাচিত
নির্বাচনের বেসরকারি ফলাফল অনুসারে, রিফাত ৫০ হাজার ৩১০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাক্কু ৪৯ হাজার ৯৬৭ ভোট পেয়েছেন।
পাঁচ মেয়র প্রার্থীর মধ্যে রিফাত নৌকা প্রতীক নিয়ে এবং সাক্কু টেবিল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।