কুমিল্লার ঠাকুরপাড়া কালী মন্দির ভাঙচুরে মামলায় ১৭ আসামিকে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার আদালতের বিচারক চন্দন কান্তি নাথ এই আদেশ দেন।
এই তথ্য নিশ্চিত করে কুমিল্লা কোর্ট পরিদর্শক সালাউদ্দিন আল মাহমুদ জানান, কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১নং আমলী আদালতে ১৭ আসামিকে হাজিরে করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক আসামিদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ন: কুমিল্লার ঘটনাটি পরিকল্পিত: ধর্ম প্রতিমন্ত্রী
গত ১৩ অক্টোবর নগরীর নানুয়া দীঘির পাড় পূজামণ্ডপে পবিত্র কোরআন পাওয়ার ঘটনায় কুমিল্লা নগরের কয়েকটি পূজামণ্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর জেরে ধরে চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর চৌমুহনী, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে।