কুষ্টিয়ার কুমারখালীতে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মা ও মেয়ে নিহত এবং বাবা আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের উপজেলার নন্দনালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের হউজিং সি ব্লকের বাসিন্দা আশরাফুল ইসলাম জনির স্ত্রী রিনা খাতুন (৩০) ও এই দম্পতির মেয়ে জয়া (১১)।
আহত আশরাফুল ইসলাম জনি (৩৬) একই এলাকার আব্দুস সালামের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাবা-ছেলে নিহত
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, জনি তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে রাজবাড়ীর পাংশার মাছপাড়া এলাকার শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি কুষ্টিয়া শহরের হাউজিংয়ের উদ্দেশে রওনা দেন। পথে রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর নদন্দনালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে স্ত্রী রিনা খাতুন নিহত হন। এ ঘটনায় জনি ও মেয়ে জয়া আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: চাঁদপুরে পিকআপের চাপায় বাবা-ছেলে নিহত
চৌড়হাঁস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী মোটরসাইকেলে চারজন ছিল। ঘটনাস্থলে একজন মারা যান। লাশ মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানটি টোলপ্লাজা এলাকা থেকে জব্দ করা হয়েছে।