ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতার হামলায় আহত হয়েছেন নগর ছাত্রলীগের এক নেতা। সোমবার ভোররাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছেন।
আহত এহসানুল হক ইয়াসির ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক এবং অভিযুক্ত বেনজির হোসেন নিশি ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক। আহত এহসানুল হক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে এহসানুলকে আহত করার অভিযোগ উঠেছে বেনজিরের বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল শাখার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের সময় বাঁশের লাঠি হাতে কয়েকজন সদস্যের মধ্যে হাতাহাতি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ছাত্রলীগের নেতাকর্মীরা বেদির সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় জগন্নাথ হল ও শহীদুল্লাহ হলের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন। তাদের ব্যানার বহনে ব্যবহৃত বাঁশের লাঠি নিয়ে একে অপরের দিকে ছুটতে দেখা যায়।
এছাড়াও শহীদ মিনারের বেদির সামনে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।