বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে আগামী ৫ ডিসেম্বর এ পরীক্ষা হওয়ার কথা ছিল।
পরীক্ষা গ্রহণের পরিবর্তিত সময়সূচি ও পরীক্ষা কেন্দ্র পরবর্তীতে প্রকাশ করা হবে বলে শনিবার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।
পরীক্ষা স্থগিত করার কারণ বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা না হলেও সিনিয়র এক কর্মকর্তা ইউএনবিকে জানিয়েছেন যে দেশে করোনাভাইরাস সংক্রমণের ঘটনা বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঢাকা মহানগরীর ৬৭ কেন্দ্রে এমসিকিউ পরীক্ষাটি হওয়ার কথা ছিল। সরকারি সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৭৭১ সিনিয়র অফিসার পদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ৪০ হাজার ১৫৫ জন।
সিনিয়র অফিসার নিতে যাওয়া সাত প্রতিষ্ঠান হলো- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ও কর্মসংস্থান ব্যাংক।