মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
শনিবার বিকালে অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৩ জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যু সংখ্যা ১২ হাজার ৮০১ জনে দাঁড়াল।
এছাড়া একদিনে ১ হাজার ৪৪৭ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ৯ হাজার ৩১৪ জনে পৌঁছেছে।
এর আগে শুক্রবার অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ৩৪ জন মারা গেছেন। এছাড়া ১ হাজার ৮৮৭ জন আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১.০৩ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১১৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
আরও পড়ুন: জেনে নিন ডেঙ্গু জ্বর থেকে সুরক্ষার উপায় ও করণীয়
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬৭ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৯ হাজার ৪২৫ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৬০ শতাংশ। মৃত্যুর হার ১.৫৮ শতাংশ।
বিশ্ব পরিস্থিতি
কোভিড-১৯ মহামারির কারণে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। সেই সাথে নতুন করে যুক্ত হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ।
ইতোমধ্যেই বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ২৪ লাখ ছাড়িয়েছে।
শনিবার সকালে যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ২৪ লাখ ৪৯ হাজার ৫১৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই করোনাভাইরাসে মারা গেছেন ৩৭ লাখ ৮ হাজার ২৮০ জন।
বিশ্বে এ পর্যন্ত ২০৪ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ১১৮ ডোজ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৭৩ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৯৭ হাজার এক জন।
আরও পড়ুন: আইইডিসিআর সমীক্ষা: নমুনার ৮০ শতাংশই ভারতীয় করোনা শনাক্ত
রামেকের করোনা ইউনিটে ৮ জনের মৃত্যু
শুক্রবার প্রতিবেশী দেশ ভারতে ১ লাখ ৩২ হাজার ৩৬৪ জন নতুন করে করোনা শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বর্তমানে ভারতের করোনা রোগীল সংখ্যা ২ কোটি ৮৫ লাখ ৭৪ হাজার ৩৫০ জনের দাঁড়িয়েছে।
শনিবার সকাল পর্যন্ত নতুন ২ হাজার ৭১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনিয়ে দেশব্যাপী মৃতের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪০ হাজার ৭০২ জন।
এদিকে, শুক্রবার ব্রাজিলে করোনায় আরও ১ হাজার ৪৫৪ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে এবং এনিয়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৭০ হাজার ৮৪২ জনে দাঁড়িয়েছে বলে দেশেটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৪১ হাজার ৪০৮ জন।