নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছিনতাইকারী সন্দেহে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন সোনাগাজী মডেল থানার তিন পুলিশ সদস্য। রবিবার রাত ১২টার দিকে কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছোটধলি গ্রামে এ ঘটনা ঘটে।
আটক পুলিশ সদস্যরা হলেন- সোনাগাজী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই ) মো. জহিরুল হক, আদর্শগ্রাম তদন্ত কেন্দ্রের কনস্টেবল কাওছার ও আনোয়ার হোসেন।
আরও পড়ুন: করোনায় ১০৬ পুলিশ সদস্য মারা গেছেন: আইজিপি
ছোটধলি গ্রামের চৌরাস্তার ব্যবসায়ী শেখ ফরিদ বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তিন পুলিশ সদস্য সিএনজি যোগে এসে তার গতিরোধ করে। এ সময় তল্লাশির নামে তার তিনটি পকেটে থাকা ৪৮ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেয় তারা। টাকা ফেরত চাইলে ইয়াবা ব্যবসায়ী আখ্যা দিয়ে সিএনজিতে তুলে নেয়ার চেষ্টা করে পুলিশ সদস্যরা। তখন তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে সিএনজিসহ পুলিশ সদস্যদের কাছ থেকে টাকা উদ্ধার করে।
জেলা সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মাশকুর রহমান বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যদের ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত কমিটির মাধ্যমে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই: নারী গ্রেপ্তার