খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সোমবার সকালে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্যদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত উত্তম কুমার ত্রিপুরা (২৫) স্থানীয় হেডম্যান পাড়ার সুনীল ত্রিপুরার ছেলে।
আরও পড়ুন: বাঁশখালীতে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, সকাল সাড়ে ৫টার দিকে তাইন্দং ইউনিয়নের সুকুমার কার্বারি পাড়ায় আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসীত) এবং ইউপিডিএফ গণতান্ত্রিক কর্মীদের মধ্যে গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলেই এক যুবক নিহত এবং দুজন আহত হন।
ওসি জানান, খবর পেয়ে জামিনীপাড়া জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিমের নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-২৩) সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ, ২২টি আগ্নেয়াস্ত্র ও ১৩টি গুলি উদ্ধার করে।
আরও পড়ুন: উখিয়ায় র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত
আহতদের মধ্যে একজন হলেন ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) কর্মী চিগন চিজি চাকমা (২৪) এবং অপরজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এদিকে, ইউপিডিএফ জেলা শাখার সংগঠক অংগ্য মারমা ঘটনার নিন্দা জানিয়েন। তার দাবি, অজ্ঞাত মুখোশধারী কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে যুবক উত্তম কুমারকে হত্যা করে।