খুলনায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৪ বছর বয়সী এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় এক নারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার র্যাব জানিয়েছে, আটক সুরাইয়া ইসলাম মীম (২৪) নড়াইল জেলার কালিপুর উপজেলার আবুল কালাম আজাদের মেয়ে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) হরসিত মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল শুক্রবার নড়াইলের মাসুমদিয়া এলাকায় অভিযান চালিয়ে নর্দান ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ছাত্র প্রমিজ নাগের আত্মহত্যায় প্ররোচণা দেয়ার অভিযোগে মীমকে আটক করা হয়।
আরও পড়ুন: ছাত্রকে মারধরের অভিযোগে ফেনীতে মাদরাসার অধ্যক্ষ আটক
প্রমিজের আত্মহত্যার খবর শুনে আত্মগোপন করে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন মীম।
বুধবার খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় ভাড়া বাসায় প্রমিজ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান মৃধা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সেদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অনেকক্ষণ ধরে প্রমিজের কোনো সাড়া না পেয়ে বাড়ির অন্য বাসিন্দারা তার ঘরের জানালা দিয়ে তাকালে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
আরও পড়ুন: নাটোরে 'কিশোর গ্যাং'য়ের ৫ সদস্য আটক
পরে প্রমিজকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।