ব্যক্তিমালিকানাধীন মহসেন, সোনালী, অ্যাজাক্স , আফিল , জুট স্পিনার্সসহ একের পর এক বন্দকৃত বেসরকারি জুট মিল চালু , শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করছেন খুলনার পাটকল শ্রমিকরা। এসময় তারা পাঁচ দিনের কর্মসূচিরও ঘোষণা দেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে বৃষ্টি উপেক্ষা করে বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সিলেটে শিক্ষার্থীদের মানববন্ধন
মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, বেসরকারি জুট মিলের শ্রমিকদের সমস্যা নিয়ে ইতোপূর্বে একাধিক বার জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হলেও তা একটিও বাস্তবায়ন হয়নি। মহসেন জুট মিল শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধসহ শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক নেতারা।
তারা বলেন, তাদের দেয়া কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২০ আগস্ট বিকাল ৫ টায় আফিল জুট মিল মজদুর ইউনিয়নের সামনে শ্রমিক সভা ও বিক্ষোভ মিছিল, ২২ আগস্ট বিকাল ৫টায় সোনালি জুট মিল শ্রমিক ইউনিয়নে শ্রমিক সভা ও বিক্ষোভ মিছিল, ২৪ আগস্ট বিকাল ৫টায় মহসেন জুট মিল সংলগ্ন গাফফার ফুড মোড়ের সামনে শ্রমিক সভা ও বিক্ষোভ মিছিল, ২৬ আগস্ট বিকাল ৫টায় অ্যাজাক্স জুট মিল শ্রমিক ক্লাবে শ্রমিক সভা ও বিক্ষোভ মিছিল। এর মধ্যে যদি শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি না মানা হয় তাহলে ২৮ আগস্ট বিকাল ৫টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে শ্রমিক জনসভা থেকে রাজপথ, রেলপথ, অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারী দেন শ্রমিক নেতারা।
আরও পড়ুন: কুষ্টিয়ায় হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন , আমির মুন্সি প্রমুখ ।