করোনাভাইরাসের কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ফুল ও ব্যানার টানিয়ে স্বাগত জানিয়েছেন।
স্নাতকোত্তর ও স্নাতক শেষ বর্ষের আবাসিক শিক্ষার্থীরা কমপক্ষে এক ডোজ করোনার টিকা নেয়ার প্রমাণপত্র ও বৈধ কাগজপত্র দেখানো সাপেক্ষে হলে উঠতে পারবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের হলে উঠানোর ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য।
মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা প্রফুল্ল মনে লাইনে দাঁড়িয়ে এবং করোনার স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে হলে প্রবেশ করেন। এছাড়া হলের ভেতরে প্রাধ্যক্ষরা তাদের এক জায়গায় জড়ো হওয়া থেকে বিরত থাকতে পরামর্শ দিচ্ছেন।
আরও পড়ুন: তালা ভেঙে হলে উঠা শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেবে ঢাবি