শনিবার গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ড. জাফরউল্লাহ চৌধুরী বলেন, ‘গত রাতে (শুক্রবার) ঔষধ প্রশাসন অধিদপ্তর আমাদের জানিয়েছে যে শনিবার তারা আমাদের করোনা পরীক্ষার কিটগুলো সংগ্রহ করতে পারবেন না। রবিবার তাদের কার্যালয়ে কিটগুলো পাঠিয়ে দিতে বলেছে।’
তিনি জানান, ‘ গণস্বাস্থ্য কেন্দ্র রবিবার কিটগুলো ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে পৌঁছে দেবে।’
‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা আজ (শনিবার) আমাদের ধানমন্ডির অফিস থেকে কিছু কিট নিয়ে গেছেন। আমরা তাদের বলেছি, প্রয়োজন হলে আমাদের থেকে তারা আরও কিট নিতে পারবেন,’ উল্লেখ করেন তিনি।
এছাড়া তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) আজ (শনিবার) আমাদের অফিস থেকে কিছু পরীক্ষামূলক কিট পেয়েছে। সিডিসি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় জাতীয় জনস্বাস্থ্য প্রতিষ্ঠান।
প্রসঙ্গত, করোনাভাইরাস বা কোভিড-১৯ পরীক্ষা করার জন্য গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষ একটি ‘সহজ, কার্যকর ও সস্তা’ পদ্ধতি উদ্ভাবন করেছে। গণস্বাস্থ্য কেন্দ্রের অঙ্গ সংস্থা- আরএনএ বায়োটেক লিমিটেড, সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের সহায়তায় ‘গণস্বাস্থ্য র্যাপিড ডট ব্লট’ নামে পদ্ধতিটি উদ্ভাবন করে।