অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, বাংলাদেশ গত ১০ বছরে বিশেষ করে কৃষি, শিল্প, বাণিজ্য ও সেবা খাতে অভূতপূর্ব উন্নয়ন করেছে।
কৃষি, গ্রামীণ অবকাঠামো, জলবায়ু পরিবর্তন ও নারীর ক্ষমতায়নসহ গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সহায়তার জন্য ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ) কে ধন্যবাদ জানান তিনি।
বুধবার সচিবালয়ে জাতিসংঘের সংস্থা ইফাদের প্রতিনিধি দলের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে মোস্তফা কামাল এসব কথা বলেন।
ইফাদ-এর নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর আরনাউদ হ্যামিলার্স প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এবং বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন নেতৃত্ব দেন। বৈঠকে ইফাদ ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন ও এসডিজি চ্যালেঞ্জ মোকাবিলায় অন্যান্য উন্নয়ন সহযোগীদের মতো খাদ্য প্রক্রিয়াজাতকরণে সহজ শর্তে বাংলাদেশকে অর্থায়ন করার জন্য ইফাদকে অনুরোধ করেন।
চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশে ইফাদের অর্থায়নে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এসডিজি ও কোভিড-১৯ ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
আরও পড়ুন: আগামী অর্থবছরে মাথাপিছু আয় ৩ হাজার ৬৯ মার্কিন ডলারে পৌঁছাবে: অর্থমন্ত্রী