গাইবান্ধার গোবিন্দগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই হত্যার অপরাধ প্রমাণিত হওয়ায় বড় ভাই তানজির আহম্মেদকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার জেলা ও দায়রা আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এই আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সঞ্জয় কুমার জানান, উপজেলার দরবস্ত ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের ছোট ভাই সাগর সরকারের স্ত্রীর সঙ্গে বড় ভাই তানজির আহম্মেদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই ঘটনা নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমানিল্য শুরু হয়।
তিনি আরও জানান, ২০২০ সালের ৬ জানুয়ারি রাতে তানজির আহম্মেদ তার ছোট ভাই সাগর আহম্মেদকে পলাশবাড়ি উপজেলার ভগবানপুর গ্রামের নির্জন স্থানে ডেকে নিয়ে যায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তারপর লাশ একটি পরিত্যাক্ত স্থানে ফেলে দেয়। পরদিন স্থানীয় লোকজন লাশ উদ্ধার হয় এবং বেনজীর আহম্মেদ বাদী হয়ে পলাশবাড়ি থানায় ভাই তানজির আম্মেদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলায় দীর্ঘ সাক্ষ্য প্রমাণের পর আজ এই রায় প্রদান করা হয়।
আরও পড়ুন: সিনহা হত্যা: সাত দিনের মধ্যে হাইকোর্টে যাবে প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ডাদেশ