গাইবান্ধায় যাত্রীবাহী বাসের চাপায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
শুক্রবার (২১ এপ্রিল) বিকাল পাঁচটার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়া তালতলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নিহতরা হলেন- অটোরিকশার চালক আব্দুল লতিফ, যাত্রী ইদ্রিস, রোহান। অপর নিহত ও আহত যাত্রীর নাম, পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আনোয়ার জানিয়েছেন, বিকালে গোবিন্দগঞ্জ থেকে চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা পলাশবাড়ির দিকে আসছিলো। পথে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ চার যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও একজন।
নিহতদের সবার বাড়ি গোবিন্দগঞ্জের বিভিন্ন গ্রামে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আরও পড়ুন: ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯