সপ্তাহ না যেতেই গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার নূর গ্রুপের রায়ান টেক্সটাইল লিমিটেড কারখানায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নেভাতে গিয়ে কারখানার অন্তত ১০ শ্রমিক আহত হয়েছে।
আহতদের মধ্যে কয়েকজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও কারখানার শ্রমিকরা জানায়, উপজেলার চন্দ্রা এলাকায় এই পোশাক কারখানার চতুর্থ তলার ফেব্রিক্সের গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে পুরো গুদামে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ জানায়, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে কয়েকজন শ্রমিক আহত হয়। আহত শ্রমিকদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পোল্ট্রি গুদামে আগুন