সাময়িক বরখাস্ত হওয়া গাজীপুরের সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ফরিদপুরের একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
গত বুধবার ফরিদপুরে জেলার ৩নং আমলী আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট এ আদেশ জারি করেন।
আরও পড়ুন: জাহাঙ্গীরকে মেয়র পদ থেকে বরখাস্ত কেন অবৈধ নয়, জানতে চান হাইকোর্ট
জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
মানবিক বাংলাদেশ সোসাইটি’র পক্ষে সংগঠনের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাদী হয়ে এ মামলাটি করেন।
মামলার বাদি আইনজীবি কামাল হোসেন জানান, ফরিদপুরের ৩নং আমলী আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট ফরিদ উদ্দিনের আদালত ৫০৪/৫০৫/৫০৫ (ক) ধারায় আসামি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
উল্লেখ্য, গত ২২ আগস্ট মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে দেশের বিভিন্ন জেলায় করা সাতটি মামলায় তিনি বর্তমানে আগাম জামিনে রয়েছেন।
আরও পড়ুন: এবার পঞ্চগড়ে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা
জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত, গাজীপুরে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন