গাজীপুরের টঙ্গীতে ডিবি পুলিশ পরিচয়ে জুয়েলারী ব্যবসায়ীকে তুলে নিয়ে মালামাল লুটের ১০ দিন পর আন্তজেলা ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্নালঙ্কার, মালামাল বিক্রয়ের টাকা, ডিবি'র জ্যাকেট, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও একটি গাড়ী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের এই সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: জামালপুরে চলন্ত ট্রেনে ডাকাতি, নিহত ২
ডিবি পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে টঙ্গীর কাজী বাড়ি এলাকার রিয়ামণি জুয়েলার্স এর মালিক ও তার কর্মচারীসহ দোকান হতে বাসায় ফেরার পথে ডিবি পরিচয়ে কয়েকজন তাদের একটি সাদা রঙের গাড়িতে তুলে নেয়। তাদের সাথে থাকা প্রায় সাড়ে ১৪ ভরি স্বর্নালঙ্কার ও নগদ এক লাখ ১৭ হাজার টাকা লুটে নেয় তারা। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গাজীপুরের মৌচাক এলাকায় তাদের ফেলে রেখে পালিয়ে যায় ডাকাতরা।
এ ঘটনায় ইয়াসিন আলী বাদী হয়ে জিএমপি টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেন। মামলাটি গত ২৭ সেপ্টেম্বর জিএমপি ডিবির কাছে হস্তান্তর করা হলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ, শাহবাগ ও পল্টনসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি
জিএমপি উপ-কমিশনার (ডিবি) মোহাম্মদ নূরে আলম বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে জানান, গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে।