গাজীপুরের টঙ্গীতে পারাবারিক কলহের জের ধরে স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার টঙ্গীর আরিচপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ফয়ছল আলম খান (৩৩)সিলেটের রইস আলী খানের ছেলে এবং পেশায় রং মিস্ত্রি। অভিযুক্ত স্ত্রী মোরশেদা খামারু রাজশাহীর বাগমারা থানার সাদিপুর গ্রামের মৃত মনসুর খামারুর মেয়ে। তারা টঙ্গীর আরিচপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ জানায়, সোমবার পারিবারিক কলহের জেরে উত্তেজিত অবস্থায় বাসায় ব্যবহৃত সিল দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন মোরশেদা। পরে স্বামীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টাও করেন তিনি।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত ফয়ছলকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করলে তার মৃত্যু হয়।
মোরশেদাকে থানা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং মোরশেদাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: কুড়িগ্রামে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, গ্রেপ্তার ১