রাজধানীর গেন্ডারিয়ায় চার ভবনের মাঝখানে ৪০ ফুট গভীর গর্তে আটকে পড়া ২৪ বছর বয়সী এক যুবককে এক ঘণ্টার প্রচেষ্টায় জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদরদপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, সালমান নামে ওই ব্যক্তি রাত ১২টা ৪৫ মিনিটের দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় গভীর গর্তে পড়ে যান।
খবর পেয়ে সূত্রাপুর ফায়ার সার্ভিসের ডিএডি বজলুর রশিদের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে সালমানের গোঙানির শব্দ শুনতে পায়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ভুট্টা খেত থেকে যুবকের লাশ উদ্ধার
সালমানের কাছ থেকে সাড়া পেয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য গর্তে নেমে রাত আড়াইটার দিকে আটকে পড়া ওই ব্যক্তিকে বের করেন।
উদ্ধারকারীরা তাকে বের করে আনতে শ্বাসযন্ত্র এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করেছেন।
তবে ঠিক কী পরিস্থিতিতে তিনি পড়েছিলেন তা স্পষ্ট নয়।
পিঠে চোট পাওয়ায় আহত সালমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন: পটুয়াখালীতে আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার