গোপালগঞ্জে বালুবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিন জন নিহত ও ১৫জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গাড়ি সুপারভাইজার গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের আসাদুজ্জামানের ছেলে আশিক (২৫), ট্রাক চালক ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতুল গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহাগ (৩০) এবং গোপালগঞ্জ সদর উপজেলার পার কুষলি গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে নিজামুদ্দিন সরদার (৬০)।
আরও পড়ুন: নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে এক পরিবারের ৫ জন নিহত
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো. মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশের ওই পরিদর্শক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়াগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার গোফীনাথপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে সেখানে দাড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে বাসের সুপারভাইজার আশিকসহ তিন জন নিহত হয়। এসময় বাসের ১৫ যাত্রী আহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।