ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় সাতক্ষীরায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সাতক্ষীরার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে বিজিবির নীলডুমুর ব্যাটালিয়ন জনসচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমাল: ৩ নৌপথে ফেরি চলাচল বন্ধ
সোমবার (২৭ মে) নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার এ তথ্য জানিয়েছেন।
অধিনায়ক মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার বলেন, ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় বিজিবির নীলডুমুর ব্যাটালিয়ন বিওপিসমূহের সামনে বেড়িবাঁধের উপর বালুর বস্তা ফেলে বাঁধ সুরক্ষার ব্যবস্থা করেছে।
তিনি বলেন, আবহাওয়ার পূর্বাভাস ও বিপৎসংকেত অনুযায়ী জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। নদীতে মাছ ধরার নৌকা ও ট্রলার চলাচল না করার জন্য মাইকিং করা হচ্ছে।
অধিনায়ক সানবীর হাসান আরও বলেন, নীলডুমুর বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশেপাশের দুর্গত এলাকার মানুষকে নিরাপদে আশ্রয় দেওয়া হয়েছে। সেখানকার ১৫০ জনেরও বেশি জনসাধারণের মাঝে রান্না করা খাবার, সুপেয় পানি ও শুকনো খাবার সরবরাহসহ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, নীলডুমুর বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এবং নীলডুমুর বাজারে আশ্রয়রত ৩৫০ জনেরও বেশি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। একইসঙ্গে ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় আসা স্বেচ্ছাসেবকদের মাঝেও খাবার দেওয়া হচ্ছে।
এছাড়াও বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় আপদকালীন বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য তিন প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত, ১০ হাজার পরিবার পানিবন্দি