চট্টগ্রাম মহানগরীতে জাকিয়া চৌধুরী (২০) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি আত্মহত্যা।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় মহানগরীর ইপিজেড থানা এলাকার নেভি গেট কলোনি থেকে ওই ছাত্রীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত ছাত্রী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক (অনার্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ওই এলাকার এটিএম জোবায়ের চৌধুরীর মেয়ে।
আরও পড়ুন: নওগাঁর সাবেক ইউপি সদস্যের স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার
জানা যায়, রাতে ওই ছাত্রী নিজের রুম ভেতর থেকে বন্ধ করে রাখে। অনেক ডাকাডাকির পরও সাড়া না দেয়ায় তার বাবা-মা দরজা ভেঙে ভেতরে ফ্যনের সঙ্গে তাকে ঝুলতে দেখে। পরে ইপিজেড থানায় ফোন দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এই বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোররাতে ভুক্তভোগী পরিবার থেকে থানায় ফোন দিলে আমরা গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পাই। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হয়েছে।
ওসি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আপাতত একটা অপমৃত্যু মামলা করা হয়েছে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
আরও পড়ুন: মাঝে মাঝে উধাও হয়ে যাওয়া ছেলেটির লাশ ঝুলছিল নিম গাছে!
মেডিকেল হোস্টেলের বাথরুম থেকে ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার!