চাঁদপুরে ইয়াবা ব্যবসার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের। এসব ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
আরও পড়ুন: টেকনাফে বিজিবির অভিযানে ৪ লাখ ৩৪ হাজার ইয়াবা জব্দ
মঙ্গলবার রাত সাড়ে ১১টায় চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাটের জাহিদ হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কক্সবাজার টেকনাফ এলাকার দেলোয়ার হোসেন, ফয়েজ উদ্দিন হারিস, রেদওয়ান, সোনা মিয়া ও মো. মিজান।
পুলিশ জানায়, সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তারদের দেহ তল্লাশি করে ৫ হাজার ইয়াবা জব্দ করা হয়। ইয়াবাগুলো টেকনাফ থেকে চাঁদপুরের হরিণাঘাট হয়ে শরিয়তপুর নিয়ে যাওয়ার সময় তারা গ্রেপ্তার হন।
চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির জানান, মাদকের সঙ্গে আমাদের কোনো আপস নেই। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: নড়াইলে ২২৮০ ইয়াবাজব্দ, গ্রেপ্তার ২