চাঁপাইনবাবগঞ্জে কাভার্ডভ্যান থেকে ৯৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এসময় এক যুবককে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার রাত ৭টার দিকে জেলা শহরের শিল্পকলা একাডেমির সামনে এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. ফয়সাল মামুন(৩৮) নোয়াখালী জেলা সদরের চন্দ্রপুর এলাকার মো. সেলিমের ছেলে।
সোমবার সকালে র্যাব-৫ এর রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে।
আরও পড়ুন: বরগুনায় মাদক জব্দ, বরখাস্ত পুলিশ সদস্য আটক
এতে বলা হয়, কুমিল্লা থেকে বিপুল পরিমাণ গাঁজা একটি কাভার্ডভ্যানে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসলে রবিবার রাত ৭টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে অভিযান চালায় র্যাব। এসময় তল্লাশি চালিয়ে ৯৬ কেজি গাঁজা উদ্ধার ফয়সাল নামে একজনকে আটক করা হয়। এসময় কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তার ফয়সালের নামে একাধিক মাদক মামলা রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।