চাঁপাইনবাবগঞ্জে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুইজনের নামে আদালতে মামলার আবেদন খারিজ হয়েছে। বৃহস্পতিবার সকালে জৈষ্ঠ বিচারিক হাকিম আদালতে এই মামলার আবেদন খারিজ করা হয়।
জৈষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. হুমায়ুন কবীর মামলার আবেদনটি খারিজ করেন।
এর আগে বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রবিউল হক দোলন বাদী হয়ে মামলার আবেদন করেন। ফৌজদারী কার্যবিধি আইনের ২০৩ ধারায় এই মামলার আবেদন খারিজ করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী মুরাদসহ ২ জনের বিরুদ্ধে মামলার আবেদন
মামলার আইনজীবী অ্যাডভোকেট মোল্লা হাসান শরীফ জানান, বৃহস্পতিবার সকালে বিচারক মামলার আবেদন খারিজ করেন। এ নিয়ে বাদীর সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনও উচ্চ আদালতে মামলার আবেদন খারিজের বিষয়ে রিভিউ করার সুযোগ রয়েছে।
মামলার আবেদনে বাদী অভিযোগ করেন, গত ১ ডিসেম্বর এক সাক্ষাতকারে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার ও ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। যা যে কোনো নারীর জন্য মর্যাদা হানিকর। যা পরবর্তীতে ১ নম্বর আসামি ডা. মুরাদ হাসান তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার ও প্রকাশ করেন।
অভিযোগে তিনি আরও বলেন, দ্বিতীয় আসামি মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল এই বক্তব্য ধারণ করে ইউটিউবে আপলোড করায় আসামিদের অশালীন মিথ্যাচার ও নারীর প্রতি অবমাননামূলক বক্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়ে। যে কারণে ক্ষুব্ধ হয়ে আমি মামলাটি করেছি।
আরও পড়ুন: মুরাদের বিরুদ্ধে বরগুনায় মামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ