চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক ভুয়া ডিবি পুলিশকে আটকের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার কানসাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আলী হাসান (১৯) শিবগঞ্জ উপজেলার চককির্তি বাজার হাজিটোলা এলাকার মাইনুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: র্যাব অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, নরসিংদীতে আটক ২
বৃহস্পতিবার র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব কাম্পের একটি দল বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কানসাট বাজার এলাকায় অভিযান চালিয়ে আলী হাসানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশ লেখা হ্যান্ডকাপ,ভুয়া ডিবি আইডি কার্ড, বাঁশি ও রশি উদ্ধার করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলা এলাকায় দীর্ঘ দিন থেকে নিজেকে ডিবি পুলিশ সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীদের কাছে থেকে অর্থ আদায় করে আসছিলেন।
আরও পড়ুন: অপপ্রচারের অভিযোগে ফেনীতে ৩ যুবক আটক: র্যাব
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক আলী হাসানের বিরুদ্ধে স্থানীয় জনগণকে হুমকি ও হয়রানি করে অর্থ আদায়ের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। আটকের পর তিনি নিজেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।