চীন থেকে শিগগিরই টিকার একটি বড় চালান আসছে। চীনের কাছ থেকে বাংলাদেশ সরকারের কেনা সিনোফার্ম টিকার ২০ লাখ ডোজের প্রথম চালান সরবরাহের জন্য প্রস্তুত বেইজিং।
বুধবার রাজধানীর চীনা দূতাবাসের ডেপুটি চিফ মিশন হুয়া লং এ তথ্য জানান। তিনি বলেন, শিগগিরই এই চালান ঢাকায় পৌঁছাবে।করোনা মহামারির নতুন ঢেউয়ের বিরুদ্ধে লড়াইয়ে চীন তার বাংলাদেশি বন্ধুদের পাশে দাঁড়িয়েছে।
মিশন হুয়া লং জানান, চীন থেকে বাংলাদেশের দেড় কোটি সিনোফার্ম টিকার ডোজ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং চীন প্রয়োজন হলে আরও সরবরাহের জন্য প্রস্তুত রয়েছে।
বাংলাদেশ শিগগিরই কোভ্যাক্স সুবিধার আওতায় মডার্নার টিকার ২৫ লাখ মিলিয়ন ডোজ পাবে।
আরও পড়ুন: জুলাই মাসে ব্যাপকভাবে টিকাদান শুরু হবে: প্রধানমন্ত্রী
৪ জুলাইয়ের আগেই মডার্নার দুটি চালান বাংলাদেশ পাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বিষয়টি নিশ্চিত করেছেন
আরও পড়ুন: টিকাদান বন্ধ হবে না: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার টুইট করেছেন, বাংলাদেশ শিগগিরই জিএভিআইটিকাদান কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে মডার্নার টিকার ২৫ লাখ ডোজ উপহার পাবে।
মিলার বলেন, কোভ্যাক্সের অন্যতম অংশীদারি দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিশ্বব্যাপীকরোনা মহামারি মোকাবিলা করতে টিকা সরবরাহ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: শিগগরই মডার্নার ২৫ লাখ টিকা আসছে দেশে